সম্প্রতি আর্টিস্ট্রি এন্টারপ্রাইজ আয়োজন করেছিল গ্র্যান্ড ফিউশন র্যম্প শো সিজন 2 ও গ্ল্যাম অ্যাওয়ার্ড শো। প্রায় 70 জন প্রতিযোগী এই কম্পিটিশন এ অংশ নেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত, রাজীব বোস অভিনেত্রী স্বস্তিকা ঘোষ, অর্কজা আচার্য, সৃজনী মিত্র, সায়ন্তনী গুহ ঠাকুরতা, কুয়াশা বিশ্বাস, শুভশ্রী চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানের মুখ্য আয়োজক সুব্রতা রাও জানান যে তারা প্রতি বছর এই অনুষ্ঠান টি করেন এবং প্রচুর নতুন মুখ কে মানুষের সামনে নিয়ে আসেন। র্যামপ ওয়াক এর পাশাপাশি অভিনেতা অভিনেত্রী দের সহ মডেল, মেকআপ আর্টিস্ট ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতী মানুষদের হাতে পুরস্কার ও তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে ।