ফিচাররাজ্য

মাওবাদী পোস্টার ছাপানোর অভিযোগে গ্রেফতার ১

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

মাওবাদী পোস্টার ছাপানোর অভিযোগে গুড়গুড়ি পাল থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর সদর ব্লকের চাঁদরার ঢ়ডরাশোল এলাকায়। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম অভিজিৎ মাহাতো। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি ল্যাপটপ বেশ কিছু মাওবাদী নামাঙ্কিত পোস্টার।

জানা গিয়েছে, সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঢ়ডরাশোল এলাকার কম্পিউটার সেন্টারে হানা দেয় গুড়গুড়িপাল থানার পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। সিল করে দেওয়া হয় দোকানটিও। পুলিশের প্রাথমিক অনুমান, প্রজাতন্ত্র দিবসের আগে এলাকায় ভীতি প্রদর্শনের জন্যই এই ধরনের পোস্টার ছাপানো হচ্ছিল। ধৃতের সঙ্গে কোন মাওবাদী যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে মঙ্গলবার দুপুরেই মেদিনীপুর আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে খবর, প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গলমহলে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। অন্যদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় গোটা জঙ্গলমহল এলাকায়।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।