এনএফবি, মুর্শিদাবাদঃ
ভারত- বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশীকে গ্রেফতার করলো বিএসএফ। রবিবার রাতে সুতি থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বাজিৎপুর থেকে গ্রেফতার করা হয় তাকে। তদন্তের স্বার্থে নাম প্রকাশ না করলেও ধৃত ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে বলে জানা গিয়েছে।
সোমবার সকালে ধৃতকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। সোমবারই ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। কি উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিলো ওই ব্যক্তি তা তদন্ত করে দেখছে পুলিশ এবং বিএসএফ।