বিএসএফের তৎপরতায় সীমান্তে রূপো সহ- ধৃত ১

এনএফবি,মুর্শিদাবাদঃ

ভারত- বাংলাদেশ সীমান্তে বিএসএফ বড় সাফল্য পেল৷ মঙ্গলবার প্রায় ১২ কেজি রূপো সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে ১৪১ নম্বর বিএসএফ চরভদরা বিওপি ব্যাটেলিয়ন। উদ্ধারকৃত রূপোর আনুমানিক বাজার মূল্য প্রায় আট লক্ষ টাকা।

জানা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্তের জলঙ্গি থানার ফরাজীপাড়া এলাকা থেকে রূপো সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে বিএসএফ।

উদ্ধারকৃত রূপো ৷ নিজস্ব চিত্র