বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত ১, আহত ২
এনএফবি, মুর্শিদাবাদঃ
পঞ্চায়েত ভোটের আগে বোমা বাধঁতে গিয়ে, বোমা ফেটে মৃত এক। আহত ২।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নওদা থানার মধুপুর মাঠপাড়া গ্রামে।
সূত্রের খবর, মধুপুরের কাবিজুল শেখের বাড়ির পাশে বোমা বাধার সময় বিস্ফোরণ হয়। ঘটনায় আহত হয় ৩ জন। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন এক জনের মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম মেজবুল শেখ। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
তিনজনের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নওদা থানার বিশাল পুলিশ বাহিনী।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Pingback: নওদায় বোমা বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২ - NF Bangla Private Limited