স্থানীয়

হাতির হামলায় মৃত ১, জখম ৩

এনএফবি,আলিপুরদুয়ারঃ

গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হয়ে বুনো হাতির আক্রমণে প্রাণ গেল এক গৃহবধূর। নাম মহাসোনা খাতুন(২৪)। সঙ্গে গুরুতর জখম হয়েছেন ওই মহিলার স্বামী এবং ছয় বছরের মেয়ে এবং তিন বছরের শিশু। শুক্রবার রাতে ওই দুর্ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের দলগাঁও বস্তির আট হালিয়া এলাকায়।

জানাগেছে, ওই এলাকার আরও চারটি বাড়ি তছনছ করেছে কমপক্ষে পনেরো থেকে কুড়িটি হাতির একটি দল। নিশুতি রাতে ওই মহিলাকে বাগে পেয়ে তিন বার লাথি মারে একটি হাতি। তারপর ওই মহিলা বাড়ির পাশে জলায় পড়ে যান। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন স্বামী সাইদুল আলি। উঠোনে ছিটকে পড়ে জখম হয় শিশু দুটিও। রাতভর ওই মহিলা জলায় পড়ে থাকলেও তাঁকে হাতির ভয়ে উদ্ধার করতে পারেননি স্থানীয়রা। শেষে ভোরের আলো ফোটার পর হাতির দল জঙ্গলে ফিরে গেলে, উদ্ধার করা হয় ওই মহিলাকে। বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর স্বামী ও দুই শিশুকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার খবর পেয়েই ছুটে আসেন জলদাপাড়া বনবিভাগের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা।মৃতার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও জখমদের পঁচিশ হাজার টাকা করে সহায়তার কথা ঘোষণা করেছে বনদপ্তর।ঘটনায় প্রচন্ড আতঙ্ক ছড়িয়েছে ওই মহল্লায়।

ফাইল চিত্র

এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন সূর্য ডুবতেই হাতির অত্যাচারে বিভীষিকার পরিবেশ তৈরি হয় গ্রাম জুড়ে।