জেলাফিচার

করোনা বিধি ভেঙে বহরমপুরে আটক ১০

এনএফবি, মুর্শিদাবাদঃ

বহরমপুরে মাস্ক না পরার অপরাধে পুলিশ ১০ জনকে আটক করল । রাজ্য সরকারের করোনা বিধিনিষেধের নির্দেশে মঙ্গলবার সকালে বহরমপুরের স্বর্ণময়ী রাজার এলাকায় অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ প্রশাসন ও বহরমপুর ব্লকের বিডিও। এদিন মাস্ক না পরার অপরাধে প্রায় ১০ জন ব্যক্তিকে আটক করে পুলিশ প্রশাসন।

টহল ৷ নিজস্ব চিত্র

এছাড়াও জানা গেছে, এদিন স্বর্ণময়ী বাজার কমিটির সদস্যদের সঙ্গে বিডিও ও পুলিশ প্রশাসন মৌখিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয় যে, করোনার বাড়াবাড়ির কারণে আগামী দুই এক দিনের মধ্যে স্বর্ণময়ী বাজারকে ওয়াইএমএ ময়দানে স্থানান্তরিত করা হবে ৷ সকল ক্রেতা ও বিক্রেতাকে মাস্ক বাধ্যতামূলক ভাবে পরতে হবে এবং সামাজিক দূরত্ববিধি বজায় রাখতে হবে। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন, বেলডাঙ্গার এসডিপিও সেখ সামসুদ্দিন, বহরমপুর আইসি রাজা সরকার এবং বহরমপুর বিডিও অভিনন্দন ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

অভিনন্দন ঘোষ, বিডিও বহরমপুর ৷ নিজস্ব চিত্র

খবরটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করুন

নিউজফ্রন্ট বাংলার এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 95936 66485