বহরমপুরে হোমের ১১ শিশু নিখোঁজ

এনএফবি, মুর্শিদাবাদঃ

সরকারি হোমের আবাসিক ১১ জন শিশু নিখোঁজ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গেছে, বহরমপুরে কাজী নজরুল ইসলাম হোমের আবাসিক ১১ জন পড়ুয়া স্কুলে যায়। স্কুল ছুটি হলেও তারা হোমে ফেরেনি। এই নিয়েই চিন্তিত হোম কর্তৃপক্ষ। লিখিতভাবে নিখোঁজের অভিযোগ করা হয় বহরমপুর থানায়। শেষ পাওয়া খবর অনুযায়ী নিখোঁজ ওই ১১ জন ছাত্রের খোঁজ চালাচ্ছে পুলিশ। কি কারনে তারা হোমে ফেরেনি, সেই নিয়ে চিন্তিত সকলে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।