লালবাগে দেড়শো কেজি বাজি বাজেয়াপ্ত, গ্রেফতার ২
এনএফবি, মুর্শিদাবাদঃ
লালবাগে দেড়শো কেজি বাজি-সহ গ্রেপ্তার দু’জন।
মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদ থানার পুলিশ লালবাগ পাঁচরাহা বাজার এলাকায় অভিযান চালায় এবং সেখানে দুই বাজি বিক্রেতাকে মোট দেড়শো কেজি বাজি-সহ গ্রেফতার করে। ধৃতদের নাম, বিশ্বজিৎ সাহা ও খৈবর আলী।
পুলিশ সূত্রে খবর ধৃত বিশ্বজিৎ সাহার কাছ থেকে ৯০ কেজি এবং খৈবর আলীর কাছ থেকে ৬০ কেজি মোট দেড়শ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করে মুর্শিদাবাদ থানার পুলিশ। ধৃতদের বুধবার লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে।