জেলা

১৭তম জেলা বইমেলা শুরু পাঁশকুড়ায়

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

রাজ্য সরকারের জনশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর অনুমোদিত স্থানীয় গ্রন্থাগারের সহযোগীতায় পূর্ব মেদিনীপুর জেলার ১৭ তম বইমেলা উদ্বোধন হল পাঁশকুড়ার নারায়নদিঘী ফুটবল ময়দানে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ ও পাঁশকুড়া পুরসভার সহযোগিতায় এই বইমেলা শুরু হয়। যার উদ্বোধন করেন জন শিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, সঙ্গে ছিলেন মৎস্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অখিল গিরি, জলসেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র, পুর প্রশাসক নন্দকুমার মিশ্র, সহ একাধিক প্রশাসনিক কর্তারা। শিক্ষার প্রসার ঘটাতে বাংলো মোড় থেকে বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও অখিল গিরি। মেলাতে প্রায় ৫০ টিরও বেশি বই – এর স্টল রয়েছে। সাত দিন ধরে চলবে এই মেলা। মেলার প্রথম দিনেই বই কিনতে ভিড় জমিয়েছে পড়ুয়ারা।

আরও পড়ুনঃ কাঁথিতে ক্রিকেট খেলে চকোলেট বিলিকরে প্রচার নির্দল প্রার্থীর