নদীতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত ২

এনএফবি,মালদাঃ

বাড়ির সামনের নদীতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই ভাইয়ের। দুই বালকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। রবিবার মালদার মোমিনপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গেছে মৃতরা হল রৌনক আনসারী(১০) ও ঈশান আনসারী (৭)।

তাদের বাবা সিরাজউদ্দৌলা আনসারী জানান, দুপুরবেলা বাড়ির কাউকে না জানিয়ে বাড়ির সামনে কালিন্দ্রী নদীতে পাড়ার ছেলেদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল তারা। সাঁতার না জানায় পা হড়কে গভীর জলে তলিয়ে যায় দুজনেই। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। এদিন দুই বালকের অকাল মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়, ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনহা, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, সহ অন্যান্যরা। মৃতের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি শিশু দুটির দ্রুত পোস্টমর্টেমের ব্যবস্থা করেন তারা।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।