এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত রূপনারায়ণপুরের কাছে মঙ্গলবার সকালে ৬০ নম্বর জাতীয় সড়কে কাছে একটি দুর্ঘটনা ঘটে।
একটি গাড়ি মাছ বিক্রেতাকে পেছন থেকে ধাক্কা মারে ফলে পড়ে গিয়ে মাছ বিক্রেতা এক মহিলা ও পুরুষের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ । যদিও কোন গাড়ি ধাক্কা মারলো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পুলিশ দুজনের মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
মৃতদেহ গুলির পরিচয় এখনও জানা যায়নি । অন্যদিকে মৃত দুই জনের পরিচয় জানার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।