নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ২২

এনএফবি, শিলিগুড়িঃ

দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বেসরকারি বাস। এই ঘটনায় আহত ২২ জন। আহতদের মধ্যে ১২ জন পড়ুয়া।

জানা গিয়েছে, এদিন যাত্রী বোঝাই বেসরকারি বাসটি বিধাননগর থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই বাসটি উল্টে যায়। এই ঘটনায় বাসে থাকা ১২ জন ছাত্র-সহ যাত্রীরা আহত হয়।বখবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে বাসটি দ্রুত গতিতে থাকায় এই দুর্ঘটনা। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।