রাজ্যে নতুন করে সংক্রমিত ২৮৮

করোনা রোগীর মৃত্যু

এনএফবি, কলকাতাঃ

রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত দৈনিক করোনা বুলেটিন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৮৮ জন। আজ রাজ্যে কোন করোনা রোগীর মৃত্যু হয়নি । আজ সুস্থ হয়েছেন ৬৯ জন। রাজ্যে এখন সুস্থতার হার ৯৮.৮৭ শতাংশ। আজকের হিসাব অনুযায়ী চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৬২৫ জন। যার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ৪১ জন। হোম আইসোলেশনে আছে ১৫৮৪ জন ৷ আক্রান্তের হার ১.০৫ শতাংশ। আজ পর্যন্ত রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ২১ হাজার ৫৫৫ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৯ লক্ষ ৯৮ হাজার ৭২৩ জন। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ২০৭ জন।