অবৈধ কাঠ-সহ ৩ সাইকেল উদ্ধার

এনএফবি, আলিপুরদুয়ারঃ

আবারও চোরাই কাঠ উদ্ধার করল বনদপ্তরের কর্মীরা। কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ সুভাষপল্লী এলাকা থেকে সোমবার প্রচুর অবৈধ কাঠ উদ্ধার করা হয়। একইসঙ্গে তিনটি সাইকেল আটক করলেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের হ্যামিল্টনরেঞ্জের বন কর্মীরা।

এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে বনকর্মীরা সুভাষপল্লী এলাকায় অভিযান চালায়। অন্যদিকে, বনকর্মীদের আসতে দেখে কাঠ পাচারকারীরা সাইকেল ছেড়ে পালিয়ে যায়। তার পর উদ্ধার হওয়া কাঠ এবং সাইকেল আটক করে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জে নিয়ে আসা হয়েছে বলে জানা যায়।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।