ঘাটালে খাবারের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত ৩

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় দোকানের মালিক-সহ আশঙ্কাজনক ভাবে আহত তিন জন। ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার কুশপাতা এলাকায়।

জানা যায়, খাবারের দোকানে কাজ করছিলেন মালিক-সহ আরও দুই কর্মী। হঠাৎ আগুন লেগে যায় গ্যাস সিলিন্ডারে সাথে সাথেই বিকট শব্দে কেঁপে উঠে গোটা এলাকা।সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই ঝলসে যান দোকানের মালিক গৌতম মহাপাত্র-সহ আরও দুই কর্মী।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন-সহ ঘাটাল থানার পুলিশ। গুরুতর আহত তিন ব্যক্তিকেই পাঠানো হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি বহু দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে রয়েছে ঘাটাল থানার পুলিশ। কি কারনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হল তা খতিয়ে দেখছে দমকলের কর্মীরা।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।