জেলাফিচার

প্রচন্ড গরমে অসুস্থ জলপাইগুড়ির ৩ ছাত্রী

এনএফবি,জলপাইগুড়িঃ

সোমবার দুপুরের অতিরিক্ত গরমে জলপাইগুড়ি বেরুবাড়ী তপশিলী ফ্রি হাইস্কুলের ৩ জন ছাত্রী ক্লাস চলাকালীন গরমে অসুস্থ হয়ে পড়লে তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ অসুস্থ তিনজন ছাত্রীর মধ্যে রেশমী বেগম এবং প্রতিমা রায় দশম শ্রেণীর ছাত্রী আর নন্দিনী রায় নবম শ্রেণীর ছাত্রী ৷

আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মতো সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে যেমন, জলপাইগুড়ি শহর, ময়নাগুড়ি, ধূপগুড়ি, বানারহাটে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও দুপুরের দিকে যেমন রোদের তেজ বৃদ্ধি পেয়েছে তেমন গরম ও বৃদ্ধি পেয়েছে ৷

গত কয়েকদিন ধরে উত্তরের এই পাহাড় সংলগ্ন জলপাইগুড়ি জেলায় তাপমাত্রা ৩৭/৩৮ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। তাতে নাজেহাল জেলার জনজীবন। জলপাইগুড়ি মানুষদের দাবি এই প্রথম জলপাইগুড়ি জেলায় এই ধরণের গরম অনুভূত হচ্ছে। সঙ্গে সূর্যের তাপমাত্রা এতটাই বেশি মনে হচ্ছে যেন ৪০ থেকে ৪৫ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রা । সব মিলিয়ে এই ধরণের ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা জেলার মানুষের।

নিজস্ব চিত্র

তবে সকাল বেলা বিক্ষিপ্ত হারে বৃষ্টি শুরু হলেও যতই বেলা বাড়তে শুরু করে ততই আরও তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। আবারও সেই একই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে জেলাবাসীদের । যদি আবহাওয়া দপ্তর সূত্রের খবর তাপমাত্রা আগের তুলনায় কিছুটা কম রয়েছে। সোমবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি সূত্রে শেষ পাওয়া তথ্য অনুযায়ী ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও অনুভবে হচ্ছে মনে যেন ৪০ থেকে ৪৫° মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে। গরম যেন কিছুতেই পিছু ছাড়ছে না উত্তরের এই জেলার।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।