এনএফবি,মুর্শিদাবাদঃ
গত ১৩ এপ্রিল ভরদুপুরে ফরাক্কা এনটিপিসি মোড় এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতি চালিয়ে চম্পট দিয়েছিলো দুষ্কৃতীরা ৷ সেই সময় ফরাক্কা থানার পুলিশ ডাকাতদের পিছু ধাওয়া করে ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফরাক্কা ধর্মডাঙ্গা এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করে ৷ ধৃতদের কাছ থেকে সেই সময়ে ৫৪ লক্ষ ৬৭ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়। তারপর থেকে শুরু হয় বাকি দুষ্কৃতীদের তল্লাশি, ও বাকি টাকা উদ্ধারের কাজ।
এরপর ঘটনার তদন্ত করে আরও ৫ জনকে গ্রেফতার করে ফরাক্কা থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ৩০ লক্ষ টাকা, একটি স্করপিও গাড়ি, বাইক ও আগ্নেয়াস্ত্র । ধৃতদের নাম রাদুল সিংহ, বাঘা পাহাড়িয়া, বাজরংঙ্গি তাঁতি,বিজয় তাঁতি ও শঙ্কর সাহ। তাদের বাড়ি ঝাড়খণ্ড ও বিহারে বলে জানা গেছে ।
আরও পড়ুনঃ বাস -টাটাসুমোর মুখোমুখি সংঘর্ষ,মৃত ১ আহত ৪ – NF Bangla Private Limited (newsfrontbangla.com)