এনএফবি, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় স্কুলের মাঠ থেকে শনিবার রাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয় ৬ জনকে। পুলিশ সূত্রে ধৃতদের নাম জানা যায়, আলামিন মন্ডল, টুটুল শেখ, গাফফারুল শেখ, মোশারফ হোসেন, আলাউদ্দিন শাহ, গাফফারুল শেখ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় স্কুলের মাঠে তল্লাশি চালায় হরিহরপাড়া থানার আইসি অমিত নন্দী সহ তার টিম তল্লাশি চালিয়ে ঐ এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করে। তাদের একজনের কাছ থেকে ওয়ান শাটার পিস্তল ও এক রাউন্ড গুলি, বাকিদের কাছ থেকে ধারালো অস্ত্র, লোহার রড উদ্ধার করে পুলিশ। ধৃতদের এক জনের বাড়ি নওদা এলাকায়, ৫ জনের বাড়ি হরিহরপাড়া থানা এলাকায়।
জানা যায়, ডাকাতি করার উদ্দেশ্যে হরিহরপাড়ার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে একসঙ্গে ৮ থেকে ৯ জনের দল জড়ো হয়েছিল।
তার মধ্যে ৬ জনকে গ্রেফতার করলে বাকিরা পুলিশের গাড়ি দেখে পালিয়ে যায়। রবিবার ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হয়। ডাকাতি করার আগেই পুলিশের হাতে ধরা পড়ায় ডাকাতের ছক ভেস্তে যায় তাদের। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে হরিহরপাড়া থানার পুলিশ।