পরিত্যক্ত সিলিন্ডার কাটাই করতে গিয়ে বিস্ফোরণ, জখম ৬
এনএফবি, জলপাইগুড়িঃ
কারখানায় পরিত্যক্ত সিলিন্ডার কাটাই করতে গিয়ে বিস্ফোরণে জখম ৬ শ্রমিক! একইসাথে আশঙ্কাজনক অবস্থায় আছেন কয়েকজন। বুধবার ঘটনাটি ঘটেছে ঘুসুড়িতে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘুসুড়ির গুহ রোডে লোহার স্ক্রাব কারখানায় পরিত্যক্ত গ্যাস ট্যাঙ্কার কাটতে গিয়েই সিলিন্ডার ফেটে জখম হয় শ্রমিকেরা। এদিন কারখানায় কয়েকজন অক্সিজেন ও হাইড্রোজেন সিলিন্ডার দিয়ে পরিত্যক্ত গ্যাস ট্যাঙ্কারের লোহার বডি কাটছিলেন । হঠাৎই ফুলকি থেকে আগুন লেগে সিলিন্ডার বিস্ফোরণ হয়। ফলে সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন তারা। বিকট শব্দে ও দাউদাউ করে জ্বলা আগুন দেখে এলাকার লোকজন ছুটে আসে। লোকজন ছুটে এসে জখম শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দমকলের দুটি ইঞ্জিন এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়াও স্থানীয় সুত্রে আরও জানা গিয়েছে, এই কারখানায় বেআইনিভাবে পরিত্যক্ত গ্যাস সিলিন্ডার কাটাই করা হত। এদিন বিস্ফোরণের পরেই কারখানার ভিতরে গিয়ে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দেহের অংশ। যা ঘিরে বিস্ফোরণের তীব্রতা কত বেশি ছিল তা ভেবে শিউরে উঠছেন সকলেই। এখন দেখার বিষয় এইসব বেআইনি কারখানার বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা নেয়।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।