এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোল্লা এলাকায় একটি ভয়াবহ পথদুর্ঘটনায় গুরুতর আহত হল বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর বেলা বোল্লা বাসষ্ট্যান্ড এলাকায়।
জানা গেছে, সাত্তার মন্ডল নামে ওই বাইক আরোহী রাস্তা পার হওয়ার সময় গঙ্গারামপুর থেকে বালুরঘাটগামী একটি ট্রাক ওই বাইক আরোহীকে ধাক্কা মারলে গুরুতর আহত হয় ওই বাইক আরোহী। এরপরে স্থানীয় বাসিন্দা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই বাইক আরোহী কে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে আসা হয়। ওখানেই তার চিকিৎসা চলছে বলে জানা গেছে ।