এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
শুক্রবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরে প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতালি ভাষা ও অলচিকি লিপি চালুর দাবি, জাহের থানের পাট্টা রেকর্ড সহ একাধিক দাবি নিয়ে মিছিল ও পথসভা করল ভারত জাকাত মাঝি পারগানা মহল নামে আদিবাসী সংগঠন ৷
জানা গিয়েছে, এই দিন বুড়গি মুলুক গড়বেতা ১ নম্বর ব্লক ও ৩ নম্বর ব্লকে এই মিছিল চলে ৷ এই দিন এই মিছিলে কয়েক হাজার ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা পা মিলিয়েছেন বলে জানা গেছে।