এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
রাজ্য জুড়ে আজ পালিত হচ্ছে নজরুল জন্ম জয়ন্তী। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার জেলা গ্রন্থাগার দপ্তরে মর্যাদার সাথে পালিত হল নজরুল জন্ম জয়ন্তী। এদিন এলাকার সংস্কৃতি প্রেমী মানুষ জনের নাচ, গান ও আবৃত্তির মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করা হয়। জেলা তথ্য দপ্তর আধিকারিক, স্থানীয় মানুষজন ও সাংবাদিকরা কাজী নজরুল ইসলামের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। কাজী নজরুল ইসলামের জীবন কাহিনী এদিন তুলে ধরেন দপ্তরের আধিকারিক ও বর্ষীয়ান মানুষজন।