এনএফবি, মুর্শিদাবাদঃ
কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের ফরাক্কা থানার এক পুলিশকর্মীর। মৃত ওই পুলিশ কর্মীর নাম সুকুমার সরকার। বাড়ি মালদা জেলার বৈষ্ণব নগর থানার লক্ষীপুর নতুনটোলা এলাকায় । তিনি ফরাক্কা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানাযায়, বুধবার ভোররাতে কর্মরত অবস্থায় তার বুকে যন্ত্রণা শুরু হলে, তড়িঘড়ি তাকে ফরাক্কা বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তারপর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে ৷