এনএফবি, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমার জিয়াগঞ্জ থানার অন্তর্গত ডাঙ্গাপাড়া গ্রাম পঞ্চায়েতের কুরোলপাড়া গ্রামে পানীয় জল খেয়ে প্রায় ২০ জন সাধারণ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৷ যার মধ্যে ৬ জন শিশুও রয়েছে ৷ শুক্রবার রাতে ১ জনের মৃত্যু হয়েছে তবে ডায়রিয়াই এই মৃত্যুর কারণ কি না তা এখনও নিশ্চিত নয়।
এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা গ্রামে । একই গ্রামে ২০ জন ডায়রিয়া আক্রান্ত এবং ইতিমধ্যে ১জনের মৃত্যু হওয়ায় শনিবার সকালে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গিয়ে এলাকার জলের নমুনা সংগ্রহ করে এবং সেই নমুনা ইতিমধ্যে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷
তবে এখন প্রশ্ন উঠছে যে স্থানীয় পঞ্চায়েত যে পানীয় জল সরবরাহ করে তা কতটা পানের উপযোগী ৷