বালুরঘাটে প্রশাসন এবং চাইল্ড লাইনের সহায়তায় নাবালিকার বিয়ে স্থগিত

এনএফবি,বালুরঘাটঃ

আবারও বালুরঘাট চাইল্ড লাইন,বালুরঘাট থানার পুলিশ এবং বালুরঘাট ব্লক প্রশাসনের উদ্যোগে নাবালিকার বিয়ে আটকে গেলো ।

বুধবার গোপন সূত্রের খবর ভিত্তিতে বালুরঘাট থানার ফতেপুর এলাকা থেকে এক নাবালিকাকে উদ্ধার করল একযোগে বালুরঘাট থানার পুলিশ, চাইল্ড লাইন,ব্লক প্রশাসন ও জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষের কর্মীরা। এদিন চার লাইনের কাছে খবর আসে ফতেপুর এলাকায় ঢেঙ্গাপাড়া এলাকায় এক ১৫ বছর বয়সী নাবালিকাকে গোপনে বিবাহ দেওয়া হচ্ছে । খবর পেয়ে সেই নাবালিকাকে উদ্ধার করে বালুরঘাট থানায় নিয়ে আসা হয়। ক্ষতির হাত থেকে নাবালিকার জীবন বাঁচাতে বালুরঘাট থানার পুলিশ, চাইল্ড লাইন, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও ব্লক প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।