বিগবাজার এখন অতীত , ধর্মতলায় ভি মার্টের সূচনা

এনএফবি, কলকাতাঃ

কলকাতার ধর্মতলা এস এন ব্যানার্জি রোডের মোড়ে বিগ বাজারের বিপণি এখন হাত বদল হওয়ায় পরিচিত হতে চলেছে ভি মার্ট নামে। সংস্থার পক্ষে বুধবার এই স্টোরে এক সাংবাদিক সম্মেলনে ভি মার্ট এর শুভ সূচনা করলেন সংস্থার পক্ষে আরিয়া সুমন্থ, জয়েশ কোঠারি , মদন আরওয়াল, দেবব্রত চ্যাটার্জি এবং সিইও বিনীত জৈন।

বিনীত জৈন জানালেন, সিটি অফ জয় কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ৩৫ হাজার স্কোয়ার ফিট বিস্তৃত সর্ব বৃহৎ ফ্যাশন স্টোরের সূচনা হলো। মূলত মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার সঙ্গে সঙ্গতি রেখেই নারী ,পুরুষ ও শিশুদের আধুনিক ও উৎকৃষ্ট মানের পোশাকের বিশাল সম্ভার রাখা হয়েছে। সামনেই আসছে বাংলার শ্রেষ্ঠ উৎসব পুজো। উৎসব উপলক্ষ্যে দেশের কোথাও এত কেনাকাটা কেউ করেন না,যতটা এই বাংলা তথা কলকাতায় হয়। আমরা নতুন প্রজন্মের চাহিদার কথা মনে রেখে এই বিশাল স্টোর সাজিয়েছি। স্টোরের দুটি তলায় প্রায় ২০ হাজার বৈচিত্র্যময় ডিজাইনের আয়োজন রাখা হয়েছে ৷

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র