এনএফবি, মুর্শিদাবাদঃ
বিএসএফ জওয়ান অখিল কুমার পালের অকাল মৃত্যুতে শহীদ সম্মান জানালো বিএসএফ । শনিবার দুপুরে বহরমপুর থানার শারদাপল্লী এলাকার বাসিন্দা মৃত অখিল কুমার পালের পরিবারের হাতে শহীদ সার্টিফিকেট তুলে দেওয়ার পর অখিল পালের ছবিতে মাল্যদান করে সম্মানজ্ঞাপন করেন লালবাগের রৌশনবাগ বিএসএফ ক্যাম্পের অধিকারিক সহ অন্যান্য জওয়ানরা।
পরিবার সূত্রে জানাযায়, ২০২০ সালের ১৮ জুন কর্মরত অবস্থায় বিএসএফ জওয়ান অখিল কুমার পালের দিল্লীতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় । মৃত্যুর পরে তার করোনা পজিটিভ ধরা পড়ে। ফলে ওই বিএসএফ জওয়ানের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি। তবে তার চিতাভস্ম বাড়িতে পাঠানো হয়েছিল।
এরপরে আজ মুর্শিদাবাদ জেলার লালবাগের বিএসএফ ক্যাম্পের অধিকারিক পাল পরিবারের হাতে শহীদ সম্মান সার্টিফিকেট তুলে দেন ও তারা পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। অখিল বাবুর ছেলে যাতে সেনাবাহিনীতে যোগদান করতে পারে তার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।