এনএফবি, মুর্শিদাবাদঃ
মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মায়ের খুন ঘিরে চাঞ্চল্য ছড়ালো ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগর থানার জগমহনপুর এলাকায়। মৃতের নাম গায়ত্রী মন্ডল বয়স ৪০ ছেলের নাম সন্দীপ মন্ডল বয়স ২৩৷
স্থানীয় সূত্রে জানা যায়, ভারসাম্যহীন ছেলে সন্দীপ মন্ডলের মা বিকেলবেলায় দাঁড়িয়েছিল বাড়ির মধ্যে ,এমন সময় আচমকা ধারালো হাসুয়া দিয়ে গলায় এলোপাথারী কোপ মারলে গুরুতর জখম হয় মা। ঘটনার খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ এসে জখম অবস্থায় উদ্ধার করে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ভারসাম্যহীন ছেলেকে আটক করেছে রেজিনগর থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এই ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ।