এনএফবি, মুর্শিদাবাদঃ
স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে আত্মহত্যার চেষ্টা দুই ছাত্রীর। মৃত্যু হয়েছে এক জনের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানা এলাকায়। মৃত ছাত্রীর নাম মুস্কান খাতুন, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অপর ছাত্রীর নাম টুকটুকি খাতুন। দুইজনেই পাঁচথুপি গার্লস হাইস্কুলের নবম শ্রেণীর পড়ুয়া।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বের হয়। পরে স্থানীয়দের ফোনে জানতে পারেন দুই বান্ধবী মিলে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। আত্মহত্যার চেষ্টাকারী দুই নাবালিকাকে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে একজনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকেরা। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ত্রিকোন প্রেমের জেরেই এই ঘটনা বলে মনে করছেন মৃতের আত্মীয়। মৃত মুস্কানের কাকিমা শরিফা বিবি জানান, একজন ছেলের সঙ্গে দুই বান্ধবীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে তারা শুনেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।