এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
সাতসকালে দাঁতাল হাতির হামলায় আহত এক বৃদ্ধ। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে শালবনি ব্লকের পিড়াকাটা রেঞ্জের শ্রীকৃষ্ণপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায় আহত ওই বৃদ্ধ নাম পারু মাহাতো(৭০)। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে যাওয়ার পথে দাঁতাল হাতির সামনে চলে আসে। কোনক্রমে প্রাণে বাঁচলেও হাতে গুরুতর চোট পায় আক্রান্ত। স্থানীয়দের তৎপরতায় আহত বৃদ্ধকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত বেশ কয়েক সপ্তাহ ধরে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জমির ফসল, ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে এলাকার মানুষজন।