এনএফবি, মুর্শিদাবাদঃ
কান্দি মহকুমা আদালতে সোমবার জাল নোট পাচার চক্রের ঘটনায় পাঁচ বছর কারাদণ্ডের নির্দেশ দিল কান্দি মহকুমা আদালত। জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার নপাড়া থেকে নারেজ সেখকে ৯ই আগষ্ট ২০১৯ সালে ২০হাজার টাকা জাল নোট সহ গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে চার্জশিটও দাখিল হয়। মোট সাত জন সাক্ষীর ভিত্তিতে সোমবার কান্দি মহকুমা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাকে ৪৮৯ বি ধারায় পাঁচ বছর ও ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাস জেল হেফাজতের নির্দেশ দেয়।