৮৩র প্রশংসায় বিরুস্কা

বিশ্বকাপ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের অবলম্বনে ছবি ৮৩ দেখে আবেগ তাড়িত বিরুস্কা জুটি। এদিন বিরাট টুইট করেন,”ছবিটি দেখে ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম স্মরণীয় এই ঘটনা এর থেকে ভাল ভাবে দেখানো সম্ভব ছিল না। ১৯৮৩ বিশ্বকাপের যে ঘটনা এবং আবেগ, তাকে অসাধারণ ভাবে তুলে ধরা হয়েছে। ছবিতে প্রত্যেকের অভিনয়ও দুর্দান্ত। রণবীর তো সবাইকে ছাপিয়ে গিয়েছে। বাকিরাও অসাধারণ অভিনয় করেছে।” এরপরে অনুষ্কা টুইটে লেখেন,”৮৩ সিনেমার সঙ্গে জড়িত থাকা প্রত্যেকে ভারতের খেলাধুলোর ইতিহাসের অন্যতম সেরা এক মুহূর্ত অসাধারণ ভাবে বর্ণনা করেছেন। নতুন প্রজন্মের কাছে এই ঘটনাকে তুলে ধরার জন্য কবীর খানকে অসংখ্য ধন্যবাদ। রণবীর সিং, তোমায় আর আলাদা করে কী বলব? তুমি এই ছবিতে সবার সেরা। সব থেকে বড় কথা, এই ছবিতে কোনও মিথ্যা জিনিস দেখানো হয়নি। প্রত্যেকের অভিনয়ই একই রকম ভাবে ভাল লেগেছে।৮৩ সিনেমার সঙ্গে জড়িত থাকা প্রত্যেক কে ধন্যবাদ।”