অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
এটিকে মোহনবাগানের পথেই এগালো এস সি ইস্টবেঙ্গলের কোচ বদলের কাহিনী। এখনও আইএসএলে জয়ের খাতা খুলতে পারেনি লাল হলুদ ব্রিগেড। ফলস্বরূপ সরিয়ে দেওয়া হল দিয়াজকে। শোনা যাচ্ছে হায়দ্রাবাদের কাছে হারলেই দিয়াজকে ছেঁটে ফেলার ব্যাপারে একপ্রস্থ আলোচনা সেরে রেখেছিল এস সি ইস্টবেঙ্গল। তবে ম্যাচ ড্রয়ের পরেও দিয়াজ ইস্যুতে কোনও সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করেনি। তবে শেষ ম্যাচ ড্র করলেও দিয়াজ আর নিজেই লাল-হলুদে থাকতে চাইছেন না। জানা গিয়েছে আগামী ৭ জানুয়ারির মধ্যে তাঁর বকেয়া মিটিয়ে দিতে পারে এসসি ইস্টবেঙ্গলের কর্তারা। এই মুহূর্তে দেশে ফেরার জন্য টিকিটের অপেক্ষায় দিয়াজ। দিয়াজের বদলে কে, সেটা এখনও ঠিক হয়নি। তবে শোনা যাচ্ছে তার সহকারী রেনেডি ও মৃদুল বন্দ্যোপাধ্যায়কে দিয়ে কর্তারা আপাতত কাজ চালাবেন।