ভগবানগোলায় গুলি করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার

এনএফবি মুর্শিদাবাদ:

ভগবানগোলা থানার রমনা ডাঙ্গাপাড়া এলাকায় গত ১৬ ই আগস্ট এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত তৃণমূল নেতা গোলাব শেখ অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলাব শেখ ও তার দলবল রাস্তা নিয়ে বিরোধের জেরে বাবর আলী নামক এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে।

মৃত বাবর আলীর পরিবার গোলাব শেখসহ ন’জনের বিরুদ্ধে ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করেছিল। পুলিশ তদন্তে নেমে এর আগে ছয়জনকে গ্রেফতার করে। বুধবার রাতে মোবাইল টাওয়ারের সূত্র ধরে লালগোলা থানার পন্ডিতপুর এলাকা থেকে প্রধান অভিযুক্ত গোলাব শেখকে গ্রেফতার করা হয়। পুলিশের মতে, হত্যাকাণ্ডের পর গোলাব শেখ কলকাতা ও ঝাড়খন্ড সহ বিভিন্ন স্থানে পালিয়ে বেড়িয়েছিল। মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে অবশেষে তাকে আটক করা হয়।

YouTube player

বৃহস্পতিবার পুলিশ গোলাব শেখকে দশ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে তাকে লালবাগ মহকুমা আদালতে পাঠায়।

YouTube player