এনএফবি, দার্জিলিংঃ
রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী । শিলিগুড়ির পর এবার নকশালবাড়ি পুরো বাজার সপ্তাহে একদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নকশালবাড়ি ব্যবসায়ী সমিতি। সোমবার নকশালবাড়ি ব্লক প্রশাসন, নকশালবাড়ি পঞ্চায়েত ও নকশালবাড়ি ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে নকশালবাড়ি বাজার স্যানিটাইজেশন করা হয়। আগামীকাল থেকে মাস্ক ও করোনা বিধি নিয়ে সচেতনতার প্রচার শুরু হবে।
গত ৫ দিনে নকশালবাড়িতে করোনা সংক্রমণ প্রায় অনেকটা বৃদ্ধি পেয়েছে ৷ প্রায় একশো ছুঁইছুঁই নকশালবাড়ির গ্রাফ। এই বিষয়ে ব্যবসায়ী সমিতির সভাপতি নিখিল ঘোষ বলেন, “এই সপ্তাহে বৃহস্পতিবার বাজার পুরোপুরি বন্ধ করা হবে। এর পাশাপাশি পুরো বাজারে স্যানিটাইজেশন করা হবে।”