ময়নায় পুলিশ বন্ধুর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ,তদন্তে পুলিশ

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

ক্রমশ বেড়ে চলেছে সাইবার ক্রাইম। এবারে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার এসআই আমিনুল ইসলামের বন্ধু পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট খুলে একাধিক আর্থিক প্রতারণার অভিযোগ উঠলো। এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে খোদ সতর্ক করলেন ওই পুলিশ কর্মী।

গত বুধবার আর্থিক প্রতারণার শিকার হন নন্দকুমারের এক ব্যবসায়ী। সূত্রের খবর, আমিনুল ইসলামের ছবি ব্যবহার করে ঐ প্রতারকের ফেক অ্যাকাউন্ট থেকে একাধিক সাংবাদিক, ব্যবসায়ী ও পুলিশ অফিসারদের কাছে ম্যাসেজ আসে। তাতে মোবাইল নম্বর চাওয়া হয়, সেই প্রতারণার ফাঁদে পা দেয় নন্দকুমারের এক ব্যবসায়ী, আর এই প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রায় ৯০ হাজার টাকা খুইয়ে ফেলেন ওই ব্যবসায়ী। বিষয়টি আমিনুল ইসলামের কাছে আলোকপাত করার পরেই, তিনি তার সোশ্যাল মিডিয়াতে ফেক অ্যাকাউন্ট সম্পর্কে মানুষদের অবগত করেন। আরও বলেন, এই সমস্ত প্রতারণাতে কেউ যেন পা না দেয়, কারো মনে কোন রকম সন্দেহ তৈরি হলে সঙ্গে সঙ্গে যেন তার সাথে যোগাযোগ করা হয়। তিনি আরও বলেন, “আমি এই ব্যাপারে সাইবার থানায় কথা বলে জানতে পারি, একটি আন্তর্জাতিক চক্র এই প্রতারণার সঙ্গে যুক্ত। এরকম প্রতারকদের থেকে সাবধানে থাকুন।” পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ।

আরও পড়ুনঃহাসপাতাল চত্ত্বরে গাড়ি ধাক্কায় মৃত ১, আহত ২