ঝঞ্ঝা কাটলেই জাঁকিয়ে শীতের পূর্বাভাস

এনএফবি, কলকাতাঃ

ঝঞ্ঝা আর শীতের লুকোচুরি খেলা অব্যাহত। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটলেই রাজ্যে ফের জাঁকিয়ে শীতের সম্ভাবনা। তবে শীতের এই ইনিংস দীর্ঘস্থায়ী হবে না। ফেব্রুয়ারির শুরুতে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিনে কলকাতা-সহ দক্ষিণ বঙ্গে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

গত কয়েকদিনের মতো আজও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে হতে পারে তুষারপাত। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

আরও পড়ুনঃ হিংসার ওষুধ নেই-রেড রোডে ডাক না পেয়ে শুভেন্দুর প্রতিক্রিয়া