এনএফবি,বালুরঘাটঃ
আত্রেয়ী নদী থেকে উদ্ধার করা হল এক মহিলার নগ্ন দেহ৷ বুধবার সকালে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের সৈয়দপুর এলাকায়। এটা আত্মহত্যা নাকি খুন তা তা দিয়ে ধন্দে রয়েছে পুলিশ।
জানা গেছে, প্রায় তিন দিন নিখোঁজ থাকার পর নগ্ন দেহ উদ্ধার হয় মহিলার ৷ অন্যদিকে মৃত মহিলার স্বামী তান্ত্রিক মতে বিশ্বাস করেন, বাড়িতে পূজার প্রচলন রয়েছে। এমনটাই জানিয়েছে তার পরিবারের লোকজন। মহিলা নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই নিজেকে ঘরে বন্দী করে নিয়েছিল মৃত মহিলার স্বামী এবং সেখানেই সে ত্রিশূল তীর ধনুক দিয়ে পূজা অর্চনা করছিল কয়েকদিন ধরেই। কাউকে ঢুকতে দেয়নি সেই ঘরে। এখান থেকেই শুরু হয়েছে সন্দেহ। শবদেহ উদ্ধারের এই ঘটনার পেছনে থাকতে পারে অন্য কোন রহস্য এমনটাই মনে করছে তার পরিবার।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। জানা গেছে ওই গৃহবধূর নাম পাখি মুর্মু(২০) সে ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলো । শ্বশুর বাড়ি বালুরঘাট ব্লকের সৈয়দপুর এলাকায়। বাপের বাড়ি মুর্শিদাবাদের আজিমগঞ্জ এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে। যদিও মৃতার শ্বশুরবাড়ির অভিযোগ তাদের ছেলেও একই দিন থেকে নিখোঁজ ছিল। দুদিন আগেই ছেলে বাড়িতে এলেও বৌমার খোঁজ পাওয়া যায়নি। তাই গতকালই বালুরঘাট থানা নিখোঁজ অভিযোগ দায়ের করে পরিবার। এরপর আজ দেহ উদ্ধার হয়। এনিয়ে মৃতার বাপের বাড়ির লোক লিখিত অভিযোগ দায়ের করতে চলেছেন। তদন্ত শুরু করে বালুরঘাট থানার পুলিশ ৷ মূল অভিযুক্ত স্বপন মূর্মুকে গ্রেপ্তার করেছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হবে বলেও বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে।