স্থানীয়

খেলার মাঠে ব্যাগভর্তি বোমা উদ্ধার, চাঞ্চল্য

এনএফবি, কোচবিহারঃ

সামনেই প্রজাতন্ত্র দিবস, তারপর করোনা পরিস্থিতির উপর নির্ভর করে হবে পুরসভা নির্বাচন। তার আগে প্রচুর পরিমাণে বোমার সন্ধান মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙা ১ নং ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুর পাড়া গ্রামে। এদিন গ্রামের এক মাঠে স্থানীয়রা ভলিবল খেলছিল। খেলা চলাকালীন কয়েকটি ব্যাগ ও বস্তা দেখতে পায় তারা। বস্তাগুলো দড়ি দিয়ে বাঁধা থাকলেও ব্যাগগুলি খোলাই ছিল। আর তাতেই বোমা গুলি দেখতে পায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার মহম্মদ আলীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। জনবসতিপূর্ণ এলাকায় প্রচুর পরিমাণে বোমা দেখে হতবাক হন পুলিশকর্মীরাও। গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ ১০ টি বোমা নিষ্ক্রিয় করতে পারলেও তিনটি বস্তা বন্দি অবস্থায় থাকায় সেগুলি এদিন তা আর খোলা হয়নি। গ্রামে এত বোমা কীভাবে এল তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পুলিশ কর্তাদের।

আজ সোমবার গোটা পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মাথাভাঙার মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল। খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াড কেউ। এদিকে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এবং পুরো ভোটের প্রাক্কালে শহর লাগোয়া এলাকায় প্রচুর পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।