জেলাফিচার

লুপ্ত প্রায় ক‍্যামিলিয়ন দেখতে ভিড়

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

লুপ্ত প্রায় ক‍্যামিলিয়ন দেখতে ভিড় জমাল অসংখ্য মানুষ। পঁচেট এলাকা থেকে লুপ্ত প্রায় ক‍‍্যামিলিয়ন উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হলো স্থানীয় জুয়েল স্টার ক্লাবের পক্ষ থেকে। এ দিন পঁচেটে গ্রাম পঞ্চায়েতের নতুন বিল্ডিংয়ের কাছে ক‍্যামিলিয়ন টিকে ঘোরাঘুরি করতে দেখতে পায় ক্লাবের সদস্যরা। ক‍্যামিলিয়নটিকে উদ্ধার করা হয়। পরে ক্লাবের সদস্যরা এগরা বন দফতরে খবর দেয়। খবর পাওয়া মাত্র উদ্ধারস্থলে আসে বন দফতরের কর্মীরা। ক্লাবের সদস্যদের কাছ থেকে ক‍্যামিলিয়নটি তারা নিয়ে যায়।

উদ্ধার হওয়া ক‍্যামিলিয়নটি দেখতে এলাকার উৎসাহী বাসিন্দারা ভিড় জমান।
উদ্ধার কাজে ক্লাবের পক্ষ থেকে ছিলেন নন্দন রাউৎ, সঞ্জীব দাস, সৈকত মাইতি, মানিক রাউৎ, দেবু দাস, মোহন রনজিত, প্রদীপ মাইতি, অঙ্কন রাউৎ, সুদীপ দাস, সুরজিত দাস।

উদ্ধার হওয়া ক্যামিলিয়ন। নিজস্ব চিত্র

ক্লাবের সম্পাদক সৈকত মাইতি জানান, বর্তমান সমাজে এই প্রাণীগুলো লুপ্তপ্রায় জঙ্গল ও গাছ কেটে ফেলার ফলে এই প্রাণীগুলো এখন বাসস্থান হারিয়েছে তাই লোকালয়ে চলে এসেছে। এদের সংরক্ষণ না করলে আগামী দিনে এ গুলো আর থাকবেনা লুপ্ত হয় যাবে। তাই ক‍্যামিলিয়নটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হলো। ক্লাবের এই কাজকে সাধুবাদ জানান এলাকাবাসী।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।