হাসিমারায় ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি
এনএফবি, আলিপুরদুয়ারঃ
ব্যবসায়ীর ফাঁকা বাড়ি থেকে ২ লক্ষ নগদ টাকা ও প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের গয়না চুরি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কালাচিনি ব্লকের হাসিমারা এলাকায়।

জানা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর নাম রাজেশ কুমার শাহ। বাড়ি ফাঁকা থাকায়, আলমারি ভেঙে সব নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। এই চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।