স্থানীয়

জমিতে কীটনাশক দিতে গিয়ে রহস্যজনকভাবে মৃত এক কৃষক

এনএফবি, মুর্শিদাবাদঃ

সীমান্তের জমিতে কীটনাশক দিতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয় এক কৃষকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর-২ ব্লকের বামনাবাদ এলাকায়। জানা যায়,সুরঞ্জন মন্ডল(৩৯)।

সে বুধবার সকালে বামনাবাদ বিওপি এলাকায় বিএসএফ পয়েন্টে নাম এন্ট্রি করে সীমান্তের জমিতে নিজের জমিতে কীটনাশক দিতে যায়। তারপর সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। তারপর স্থানীয় বিএসএফ পয়েন্টের লোকজন বলে সুরঞ্জন মন্ডলের দেহ পাওয়া গেছে তার নিজের জমিতে। তারপর বিএসএফ আধিকারিক ,রানীনগর থানার পুলিশ, পরিবারের সদস্যরা সুরঞ্জন মন্ডলের দেহ শনাক্ত করে। সুরঞ্জন মন্ডলের দেহে কোনো ধরণের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু পায়ের নিচে রক্ত লেগেছিল বলে জানান স্থানীয় বাসিন্দারা।

মৃত কৃষক, ফাইল চিত্র

পরিবারের সদস্যদের দাবি সুরঞ্জন মন্ডলকে কে বা কারা মেরে ফেলেছে তার তদন্ত করা হোক। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে রানিনগর থানার পুলিশ। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।