দাঁড়িয়ে থাকা মালগাড়িতে অগ্নিকাণ্ড
এনএফবি, পশ্চিম মেদিনীপুর
দাঁড়িয়ে থাকা মাল গাড়িতে হঠাৎই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড স্টেশন চত্বরে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে হঠাৎই মালগাড়িতে ধোঁয়া বেরিয়ে আসতে দেখতে পায় স্থানীয় মানুষজন।
এরপর খবর দেওয়া হয় রেল জিআরপিকে ও দমকলকে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে এই ঘটনা তা জানা যায়নি। ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে রেল আধিকারিকেরা।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।