জেলাফিচার

রেল লাইনের ওপর হাতির দল, থমকে গেল ট্রেন

এনএফবি,জলপাইগুড়িঃ

ফের ফের বুধবার বিকেলে নাগরাকাটার জলঢাকা নদীর পাশে ওয়াচ-টাওয়ার এর কাছে রেললাইনের উপর উঠে এলো বুনো হাতির দল। যদিও এই হাতির দলটিকে দেখে আগেই জলঢাকা রেলসেতুর কাছে ট্রেন দাঁড়িয়ে পড়ে। যার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বুনো হাতির দলটি।

জানা গেছে ,এদিন সাড়ে চারটা নাগাদ পিলার নম্বর ৭২/৩ ও ৭২/২ নম্বরে হস্তিশাবক সহ বুনো হাতির পাল রেললাইনের উপর উঠে পড়ে।হস্তিশাবক গুলো রীতিমতো খেলাধূলা শুরু করে দেয়। দূরপাল্লার একটি ট্রেন আগে থেকে জানতে পেরে তারা জলঢাকা রেলসেতুর কাছে দাঁড়িয়ে পড়ে। এভাবেই আধঘন্টা হাতির দলটি দাঁড়িয়ে থাকার পর ফের জঙ্গলে ঢুকে যায়। এরপর রেল চলাচল স্বাভাবিক হয়।

প্রসঙ্গত এর আগে এই এলাকাতেই একটি দূরপাল্লার ট্রেনের ধাক্কায় ৮ টি হাতি মারা গিয়েছিল।