দেশ

দিল্লির রাস্তায় গণধর্ষিতা তরুণীর উপর মধ্যযুগীয় বর্বরতা একদল মহিলার

এনএফবি ,নিউজ ডেস্কঃ

খোদ রাজধানীর বুকে মধ্যযুগীয় বর্বরতা। বছর কুড়ির গণধর্ষিতাকে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠল একদল মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটছে দিল্লির কস্তুরবা নগরে। নির্যাতিতা মহিলাকে এক যুবকের মৃত্যুর জন্য দায়ী করে মৃতের কাকারা তরুনীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। গত ১২ নভেম্বর ওই তরুন আত্মহত্যা করে।

প্রকাশ্য রাস্তায় তাঁর চুল কেটে, মুখে কালি মাখিয়ে প্রকাশ্য রাস্তায় হাঁটানো হয়। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নির্যাতনের সেই ভিডিওতে নির্যাতনকারী মহিলাদের উল্লাস করতে দেখা যাচ্ছে। ঘটনায় বিস্মিত সংশ্লিষ্ট মহল।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে টুইট করেছেন। তিনি লেখেন,” অত্যন্ত লজ্জাজনক ঘটন। অপরাধীরা এত সাহস পেল কোথা থেকে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লেফটেন্যান্ট গর্ভনর অনিল বাইজলকে আর্জি জানাচ্ছি পুলিশকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়ার। দিল্লিবাসী এ ধরনের ঘৃণ্য কাজ এবং অপরাধকে কখনওই বরদাস্ত করবে না।“

আরও পড়ুনঃ ঝাড়গ্রামের প্রথম পদ্ম প্রাপক খেরওয়াল

দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, “এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে ব্যক্তিগত শত্রুতার জেরে এক জন মহিলার উপর এ ভাবে হামলা চালানো হয়েছে। তাঁর যৌন হেনস্থা করা হয়েছে। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।“