জেলাফিচার

বড়িশায় পরিযায়ী পাখির দল, উৎসাহীদের ভিড়

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

বর্তমানে কিছুটা হ্রাস পেলেও শীতের মরসুমে শুরু হয় পরিযায়ী পাখির আনাগোনা।
আর সেই সব পাখির কলতান এবং আকাশে ওড়ার দৃশ্য উপভোগ করতে চাই বহু পাখি প্রেমীরা, পাশাপাশি শুরু হয় ফটোগ্রাফারদের আনাগোনা।

কোলাঘাট ব্লকের বড়িশা স্বামীজি অ্যাকাডেমির পেছনের মাঠের জলাশযয়ে হাজির কয়েক হাজার পরিযায়ী পাখির দল।

এই পাখির আগমনকে ক্যামেরা বন্দি করতে উৎসাহী ফটোগ্রাফারদের ভিড় লক্ষ্য করা যায়। তবে এই পরিযায়ী পাখির নামকরণ করা হয়েছে লেজার উইলিং ড্রাক, বাংলায় যার নামকরণ করা হয়েছে পাতি সরাই।

তবে নামে কী আসে যায়, শীতের মরশুমের এই ক’টা দিনে পাখিদের চিৎকার এবং তাদের সুন্দর দৃশ্য দেখতে উৎসাহিত স্থানীয় মানুষদের ভিড় চোখে পড়ার মতো।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।