স্থানীয়

পুনর্ভবা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক ব্যক্তি

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল এক ব্যক্তি।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাদিহাট বেলবাড়ি এলাকায়। ঘটনার পর এলাকা পরিদর্শন করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল,পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস সহ পুলিশ প্রশাসন। পাশাপাশি ওই ব্যক্তির খোঁজে নদীতে নামানো হয়েছে ডুবুরি ও স্পীড বোর্ড। জানা গেছে নিখোঁজ ওই ব্যক্তির নাম পলান হালদার(৫০) বাড়ি ওই এলাকাতেই। পেশায় ভ্যান চালক।

প্রতিদিনের মতো বুধবার সকালে বাড়ির পাশে পুনর্ভবা নদীতে স্নান করতে যাই ওই ব্যক্তি। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ করতে শুরু করে।এদিকে নদীর ঘাটে ব্যক্তির জুতো বালতি সহ পোশাক দেখতে পায় পরিবারের সদস্যরা। যার জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। পরিবারের সদস্যদের অনুমান, নদীর জলে তলিয়ে গেছে ওই ব্যক্তি।ঘটনার পর প্রথমে পরিবারের সদস্য ও স্থানীয়রা নিজেরাই নদীতে নেমে নিখোঁজ ব্যক্তির খোঁজ করতে শুরু করে।পরে খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায়।এরপর রায়গঞ্জ বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা আসে ঘটনাস্থলে। নদীতে নামানো হয় ডুবুরি ও স্পিড বোর্ড।

আরও পড়ুনঃ ফরাক্কায় কুয়োয় পড়ে আহত ৩ – NF Bangla Private Limited (newsfrontbangla.com)

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।