এক হাজার-তম ম্যাচে স্মরণীয় জয় মুম্বাই ইন্ডিয়ানসের

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

আইপিএলের ১ হাজার তম ম্যাচে স্মরণীয় জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ২১৩ রান তাড়া করে তারা ছ’উইকেটে হারাল রাজস্থান রয়্যালসকে। ১৪ বলে অপরাজিত ৪৫ রানের মারকাটারি ইনিংস খেলে ম্যাচের নায়ক টিম ডেভিড। কাজে লাগল না যশস্বী জয়সওয়ালের নজরকাড়া শতরান (৬২ বলে ১২৪)।

জেতার জন্য শেষ তিন ওভারে ৪৩ রান প্রয়োজন ছিল মুম্বইয়ের। সেই ওভারে ১১ রান ওঠায় শেষ দু’ওভারে দরকার ছিল ৩২। ১৯ তম ওভার বল করতে এসে সন্দীপ শর্মা খরচ করেন ১৫। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৭। জেসন হোল্ডারের ওভারের প্রথম তিনটি বলই গ্যালারিতে পাঠিয়ে ম্যাচ শেষ করেন ডেভিড।

নিজের ৩৬ বছরের জন্মদিনে ঘরের মাঠে ব্যর্থ রোহিত শর্মা (৫ বলে ৩)। ঈশান কিষাণও ২৩ বলে ২৮ রানের বেশি করতে পারেননি। তবে ক্যামেরন গ্রিন (২৬ বলে ৪৪) ও সূর্যকুমার যাদব (২৯ বলে ৫৫) মুম্বইকে ম্যাচ থেকে হারিয়ে যেতে দেননি।
তবে ব্যাটারদের রমরমা দিনেও নজরকাড়া বোলিং করেছেন রবিচন্দ্রন অশ্বিন (২/২৭)।