জেলা

প্রচন্ড দাবদাহে বালুরঘাট ট্রাফিক পুলিশের তরফে অভিনব কর্মসূচির আয়োজন

এনএফবি,বালুরঘাটঃ

প্রচন্ড দাবদাহের হাত থেকে বাঁচাতে কর্মরত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশদের হাতে ছাতা পানীয় জল তুলে দিল বালুরঘাট ট্রাফিক পুলিশ। মঙ্গলবার বালুরঘাট থানা মোড়ে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে কর্মরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে পানীয় জল, ছাতা, ওআরএস তুলে দেন দক্ষিণ দিনাজপুর ডিএসপি ট্রাফিক বিল্ব মঙ্গল সাহা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট থানার আইসি শান্তি নাথ পাঁজা, বালুরঘাট ট্রাফিক ওসি বাবুল হোসেন।

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে দিন দিন বাড়ছে তাপপ্রবাহ। মূলত দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার ফলে গরম বাড়ছে জেলায়। আষাঢ় – শ্রাবণ বর্ষার মাঝেও বৃষ্টি না হওয়ায় তীব্র দাবদাহে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। এরই মাঝে প্রখর রোদে দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের। তাদের কিছুটা কষ্ট লাঘব করতেই উদ্যোগ নিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। এই গরমের হাত থেকে কিছুটা নিস্তার দিতেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের হাতে তুলে দেওয়া হচ্ছে ছাতা ও পানীয় জল। এমনকি পথ চলতি টোটো চালকদের হাতেও ওআরএস এবং পানীয় জল তুলে দিচ্ছে জেলা ট্রাফিক পুলিশ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।